
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীও সুর ।।
লক্ষ্মীবারের সকালে ইডেনে শুরু বাংলা সৌরাষ্ট্র মেগা ফাইনাল। ২০১৯-২০ রনজি ফাইনালের পর আবার। স্থান বদলে রাজকোটের বদলে এবার কলকাতা। দুই বছর আগে ঠোঁট আর চায়ের কাপের মতোই দূরত্বটা থেকেছিল বাংলা আর ট্রফির। রনজি রানার্স তকমাটা যেন বাংলার গায়ে আষ্টে পৃষ্টে সেঁটে দিয়েছে। এখনও পর্যন্ত ২ বার মাত্র চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে বাংলা। স্বাধীনতার আগে একবার, স্বাধীনতার পরে ১৯৮৯ সালে। ১২ বার ফাইনালে উঠেও ২বারের বেশি কাপ জেতা হয়নি বঙ্গ ব্রিগেডের। এবার চাকা ঘোরানোর পালা মনোজ অনুষ্টুপদের কাছে। ক্রিকেট কৌলন্যে বাংলার থেকে কোনও অংশে কম নেই সৌরাষ্ট্রের। কিন্তু রনজির পরিসংখ্যানে অনেক পিছিয়ে জয়দেব উনাদকাটরা। এখনও পর্যন্ত ১ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা, রানার্স হয়েছে বার। খেলার নাম ক্রিকেট, পরিসংখ্যানে নয় লড়াই হবে ২২ গজেই। মেগা ফাইনালের আগে বাংলা শিবিরে যত ভাবনা ওপেনিং জুটি নিয়েই। গোটা টুর্নামেন্টে বার বার বদল হয়েছে ওপেনিং জুটিতে। কিন্তু বার বারই প্রতিপক্ষের চক্রবুহ্যে আটকে গিয়েছেন অভিমন্যুর সঙ্গীরা। ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে আবার বদল হচ্ছে। কিন্তু কাজী জুনেদ সইফি নাকি সুমন্ত্র গুপ্ত লক্ষ্মীর নোটবুকে রয়েছে দুটি নামই। পাশাপাশি ইডেনের সবুজ উইকেটে ফেরানো হচ্ছে আকাশ ঘটককে। সেক্ষেত্রে বসতে হবে প্রদীপ্ত প্রামাণিককে। মঙ্গলবার হালকা জ্বর ছিল শাহাবাজের। কিন্তু বাংলার তারকা অল রাউন্ডার পুরো ফিট। বুধবার সকালে ঘণ্টা দেড়েকের অনুশীলনে সৌরাষ্ট্র বধের মহড়া সেরে নিল বঙ্গ সেনানীরা। অদ্ভুতরকম শান্ত বঙ্গ ছাউনি, ঠিক যেন ঝড়ের আগের পরিবেশ। ফ্যাভ ফোর। এক কথায় বঙ্গ ব্রিগেডের চার স্তম্ভ। ১১ জনের খেলা হলেও গোটা মরশুমের পারফরম্যান্সের ভিত্তিতে উঠে আসছে চারটি নাম। যাদের হাতেই রয়েছে বাংলার রনজি জয়ের স্বপ্নপুরনের জিয়নকাঠি। প্রথমেই ক্রাইসিস ম্যান অনুষ্টুপ মজুমদার। গত কয়েক মরশুম ধরে বাংলা যখনই সমস্যার পড়েছে ব্যাট হাতে ত্রাতার নাম রুকু। সত্যিকারের বড় ম্যাচের প্লেয়ার তিনি। চন্দননগরের বঙ্গসন্তান নীরব থাকছেন, শুধু কথা বলছে তার ব্যাট। এই মরশুমে ৭৮৪ রান করেছেন। শতরান, অর্ধশতরান করেছেন ৩টি করে। এই মরশুমে বাংলার আবিষ্কার সুদীপ ঘরামি। নৈহাটির তরুনতুর্তি ৭৮১ রান করেছেন। শতরান করেছেন ৩। তার নামের পাশে ৫টি অর্ধশতরান। বোলিং বিভাগের স্তম্ভ আকাশদীপ। যার ঝুলিতে ৩৮ উইকেট। অল রাউন্ডার শাহাবাজ আহমেদ ব্যাট বল দুটি বিভাগেই দলকে নির্ভরতা দিচ্ছেন। এছাড়া মনোজ তিওয়ারি এবং অভিমন্যু ঈশ্বরণও বড় ভরসা বাংলার। এই দুই ব্যাটসম্যানও যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিতে পারেন। তাই নজরে রাখতেই হবে এই দু’জনকে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023