
নিউজটাইম ওয়েবডেস্ক : বিতর্ক আর পাক প্রধানমন্ত্রী ইমরান খান যেন একই মুদ্রার দুই পিঠ। এবার বিতর্কের মুখে পড়ে ফের শিরোনামে এলেন ইমরান। তবে এবার পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ একেবারে ভিন্ন রকমের। ইমরান নাকি আমেরিকান এক ব্লগারকে যৌনতায় লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এদিন এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেলেন পাকিস্তানি এক টেলিভিশন সঞ্চালক।
ইমরান খান নাকি কোন এক সময় আমেরিকান ব্লগার সিন্থিয়ার সাথে রুম শেয়ার করেছিলেন। তখনই সরাসরি সিন্থিয়াকে যৌন মিলনের প্রস্তাব দেন পাক প্রধানমন্ত্রী। আলি সেলিম নামে পাকিস্তানের ওই টিভি সঞ্চীালক জানান, সিন্থিয়া নিজে তাঁকে একথা জানান। তবে সেসময় আরও একটি খবর প্রকাশ্যে এসেছিল। তা হল, পাকিস্তান মন্ত্রী রহমান মালিক সিন্থিয়াকে ধর্ষন করেন। যদিও এই খবরের সত্যতা পুরোপুরি অস্বীকার করেছেন আলি সেলিম। তাঁর কথায়, “রহমান মালিকের ধর্ষণের বিষয়ে সিন্থিয়া আমায় কখনও কিছু বলেননি।” পেশায় একজন ব্লগার, রিসার্চার ও সংবাদ প্রযোজক সিন্থিয়া রিচি শুক্রবার ফেসবুক লাইভে এক এক করে বেশ কয়েকজন পাকিস্তানী নেতাদের বিরুদ্ধে আক্রমণ শানান। তাঁর কথায়, সালটা ২০১১, ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের সময় আমাকে ধর্ষন করেন রহমান মালিক। একইসাথে তাঁর অভিযোগের তির ছিল প্রাক্তন পাক মন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মাখদুম শাহাবুদ্দিনের দিকেও। দীর্ঘদিন ধরেই পাকিস্তানি মন্ত্রী-নেতাদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক থাকলেও সোশ্যাল মিডিয়ায় এদিন কেন হঠাৎ তাঁদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন, সেটাই এখন প্রশ্ন।Latest posts by news_time (see all)
- কান্দিতে উদ্ধার তাজা বোমা - June 1, 2023
- ফের পথ দুর্ঘটনা - June 1, 2023
- ভোটের রাজনীতিতে ক্ষুন্ন শ্রমিক স্বার্থ, সরব আইএনটিটিইউসি-র সম্পাদক - May 31, 2023