যোগী সরকার শিশুর মতো জেদি, ফের অন্য় মামলায় অভিযুক্ত করতে পারে: কাফিল খান

নিউজটাইম ওয়েবডেস্ক : জেলমুক্ত হওয়ার পরই যোগী সরকারকে নিশানা করলেন চিকিৎসক কাফিল খান। রাজধর্ম পালনের বদলে শিশুদের মতো একগুঁয়ে আচরণকেই প্রশ্রয় দিচ্ছে যোগী নেতৃত্বাধীন সরকার, এ ভাষাতেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন কাফিল। তাঁর আরও অভিযোগ, জেল থেকে ছাড়া পাওয়ায় তাঁকে হয়তো অন্য় কোনও মামলায় ফের অভিযুক্ত করা হতে পারে।

*সংবাদসংস্থা পিটিআই-কে কাফিল বলেছেন, ”রামায়ণে মহর্ষী বাল্মীকি বলেছিলেন, রাজার উচিত রাজধর্ম পালন করা। উত্তরপ্রদেশে ‘রাজা’ রাজধর্ম পালন করছেন না কিন্তু শিশুদের মতো একগুঁয়ে আচরণ করছেন”।

* উল্লেখ্য়, গত ডিসেম্বরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্য়ালয়ে সিএএ বিরোধী বিক্ষোভে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন বলে অভিযোগ ওঠে কাফিল খানের বিরুদ্ধে।

*এরপর চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করা হয়। ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের ধারা প্রয়োগ করা হয়।

* গত ১৩ অগাস্ট জাতীয় নিরাপত্তা আইনে তাঁর বন্দিদশার মেয়াদ বাড়িয়ে ১৩ নভেম্বর করা হয়।

* কাফিলকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য় করেছে ইলাহাবাদ হাইকোর্ট। পাশাপাশি তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রত্য়াহারের নির্দেশ দেয় আদালত। সেইসঙ্গে তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

সীমান্তে ফের পাক বাহিনীর যুদ্ধ বিরতি চুক্তি লংঘন। বুধবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। রাজৌরির কেরি এলাকায় প্রাণ গিয়েছে সেনার জেসিও রাজেশ কুমার। ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

*দিন তিনেক আগেই সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে পাকিস্তান সেনা। নৌশেরায় তাদের ছোঁড়া গুলিতে এক জেসিও-র মৃত্যু হয়েছিল। এ দিন ফের পাক বাহিনীর ছোঁড়া গুলিতে মৃত্যু হল জেসিও রাজেশ কুমারের। পাক বাহিনী নৌশেরার কালশিয়ান, খানগের, ভওয়ানী এলাকায় ভারতীয় সেনার ফরওয়ার্ড পোস্টগুলিকে নিশানা করেছে।

*গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লানি অভিযান চালাচ্ছে সেনা। এনকাউন্টারে বেশ কয়েকজন জঙ্গির মৃত্যুও হয়েছে। অন্যদিকে সীমান্তে মিলেছে সুড়ঙ্গের হদিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube