
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রকাশ্যে মাথায় গুলি করে খুন করা হল লখনউয়ের হযরতগঞ্জ এলাকার হিন্দু মহাসভার রাজ্য প্রেসিডেন্ট রণজিৎ বচ্চনকে। এদিন এক বন্ধুর সাথে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। অচমকাই বাইকে চেপে দুষ্কৃতিরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনাটি ঘটেছে হজরতগঞ্জের CDRI বিল্ডিং-এর কাছে। একইসাথে পরপর অনেক গুলি চালানোর ফলে আহত হয়েছেন রঞ্জিৎ বচ্চনের ভাই-ও। বর্তমানে ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন তিনি। গোরক্ষপুরের বাসিন্দা ছিলেন হিন্দু মহাসভার নেতা রঞ্জিৎ বচ্চন। তিনি হিন্দু মহাসভার নেতা হলেও প্রথম থেকেই তিনি সমাজবাদী পার্টির সাথে যুক্ত ছিলেন। অনেক সময় তাঁকে দেখা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে। কিন্তু হঠাৎ কে বা কারা ঘটাল এমন নৃশংস ঘটনা? তা এখনও জানা যায়নি। তবে অনেকেই এই হত্যা কান্ডের জন্য আঙুল তুলছেন আদিত্যনাথ সরকারের দিকে । ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ হিন্দু মহাসভার নেতা রণজিৎ বচ্চনের ফোনের রেকর্ড সংগ্রহ করছে। এছাড়া খুনিদের সনাক্তকরনের জন্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023