
নিউজটাইম ওয়েবডেস্ক : কথায় আছে, ‘যা রটে, তা কিছু তো বটে’।বর্তমানে বলিউডের অন্দরে জোর চর্চা চলছে তামান্না ভাটিয়া ও বিজয় বর্মাকে নিয়ে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, প্রেম করছেন যুগলে। ডুবে ডুবে জল তো খাচ্ছেনই আবার প্রকাশ্যেও প্রেমের উপস্থিতি রাখছেন দুজনে।এর আগে এয়ারপোর্টে দেখা গিয়েছিল দুজনকে। যদিও একসঙ্গে ধরা দেননি ক্যামেরায়। তারপরে অবশ্য বেশ কয়েকবার একই সঙ্গে দেখা গিয়েছে দুজনকে।
তমান্না অভিনয় জগতে জনপ্রিয় মুখ। বিজয়ও বেশ কয়েকটি সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি দুজনেই এক অ্যাওয়ার্ড শো’তে গিয়েছিলেন। পুরস্কার হাতে একই সঙ্গে পোজ দিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে। গতকাল একই সঙ্গে ডেটেও নাকি গিয়েছেন তমান্না ও বিজয়। লুকোচুরি নয়, এইবারেও পাপারাৎজিদের সামনে পোজ দিয়ে তবেই গাড়িতে উঠেছেন। তাহলে কী ঘর বাঁধবে তমান্না-বিজয়?গুঞ্জন বাড়ছে।Latest posts by news_time (see all)
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023