যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূলের দুই পক্ষের মধ্যে

পাকাপোলে ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার সকালে । উত্তেজনা ছড়ায় তৃণমূলের দুই পক্ষের মধ্যে । রাস্তার উপর তৃণমূলের দুই পক্ষ লাঠি হাতে দাঁড়িয়ে, মাঝে কাশিপুর থানার বিরাট পুলিশ বাহিনী ।

অভিযোগ তৃণমূল নেতা সওকাত মোল্লার ঘনিষ্ঠ খইরুল ইসলামের পরিচলনায় চলা মিক্সচার প্লান্টের ডাম্পারের আঘাত পেয়ে মৃত্যু হয় গাংআইট গ্রামের যুবকের । তারপরেই এদিন সকালে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইব্রাহিম মোল্লা সহ তৃণমূলের একাংশ সেই মিক্সচার প্লান্টে তালা মেরে দেয় । এর পরেই খইরুল ইসলাম তার অনুগামীদের নিয়ে আসে ।এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।

মঙ্গলবার রাতে পাকাপোলে ডাম্পারের আঘাতে গুরুতর আহত হয়েছিল গাংআইটের মারিফুল মোল্লা নামের এক যুবক । আহত অবস্থায় মারিফুলকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয় ।

হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মারিফুলের । বুধবার সন্ধ্যায় মারিফুলের মৃত্যুর খবর এলাকায় আসতেই তার বাড়িতে দৌড়ে যায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম । দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পরিবারের পাশে দাঁড়াতে মারিফুলের বাড়িতে জান আরাবুল ইসলাম । অন্যদিকে এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশকর্মীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube