Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

‘যীশু আমার অ্যাটিটিউড দেখিয়েছিল’, ক্ষোভ উগরে দিলেন বিদ্যা

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ১৫ মে ‘শকুন্তলা দেবী’ নিয়ে ইনস্টা লাইভে আসার কথা ছিল যীশু সেনগুপ্ত ও বিদ্যা বালনের। কথা মতো লাইভ আড্ডায় সময়মতো হাজিরও হয়ে যান দুজনে। আর এদিন আড্ডার মাঝেই যীশুর বিরুদ্ধে ‘অ্যাটিটিউড’ দেখানোর অভিযোগ তুললেন অভিনেত্রী বিদ্যা বালন।

কিন্তু কেন? তাহলে এবার খোলসা করেই বলা যাক। এদিন ‘শকুন্তলা দেবী’ নিয়ে লাইভ আড্ডায় আসার পর সেই ভিডিও এখন ইউটিউবেও ঘুরে বেড়াচ্ছে। এদিনের সেই আড্ডায় ‘শকুন্তলা দেবী’ নিয়ে নানান আলোচনার পর উঠে আসে সুজয় ঘোষের ছবি ‘কাহানি’র শ্যুটিংয়ের প্রসঙ্গ। এই ছবিটির শ্যুটিং হয়েছিল কলকাতায়। সেখানে একইসাথে উঠে আসে বিদ্যার ‘কাহানি’র শ্যুটিং-এর প্রেক্ষাপট। জানা যায় দেশপ্রিয় পার্কের যে গেস্ট হাউসে এই ছবির শ্যুটিং হয় সেখানকার ‘মহারানী চা’ খুব পছন্দ হয়েছিল বিদ্যার। এদিন ফের সেই চায়ের প্রশংসা শোনা যায় অভিনেত্রীর কন্ঠে। এর পরেই যীশুর উদ্দেশ্য়ে অভিযোগের তির ছুঁড়ে দেন বিদ্যা। 

এদিন আড্ডায় বিদ্যা বালন বলেন, ,সেখানে সুজয় ঘোষ যখন যীশুর সঙ্গে তাঁর আলাপ করিয়ে দেন, তখন অভিনেত্রীর সাথে ঠিক করে কথা বলেননি যীশু, তাঁর কথায়, ”যীশু আমার অ্যাটিটিউড দেখিয়েছিল।” যদিও এই অভিযোগ যে নিছকই যীশুর পেছনে লাগার একটা পন্থা, তাই এদিন জানিয়ে দেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। এমনকি বিদ্যার সাথে যাঁরই দেখা হয়, তাঁর কাছেই তিনি বলেন, ”যীশু আমার অ্যাটিটিউড দেখিয়েছিল।” 

একইসাথে এদিন অভিনেত্রাীর সাথে কথা না বলারও কারন স্পষ্ট করেন যীশু। তিনি বলেন, “আমি যদি তখন কথা না বলে থাকি, তাহলে হয়ত ভয়ে বলিনি, বিদ্যা বালান বলে, তার থেকে বেশিকিছু হতেই পারে না।” যীশুর এই স্বীকারোক্তির পর বিদ্যা খানিক হেসে এটাও বলেন, ”হয়ত আমিই তোমাকে কথা বলার সুযোগই দিই নি।”

 

 

 

Inform others ?
Show Buttons
Hide Buttons