যাত্রী ভোগান্তি কমাতে সোমবার থেকে শহরে আর ও ৪০০বাস

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন শিথিল হতেই খুলেছে সরকারি-বেসরকারি অফিস। কাজে বেরতে হচ্ছে মানুষকে। কিন্তু, গণপরিবহণের অবস্থা একই। সরকারি বাস পথে নামলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। আনলক- ১.০-প্রথম কয়েকদিনেই রাজ্যজুড়ে যানচলাচলে সমস্যার ছবি প্রকট হয়েছিল। পরে ভাড়া নির্ধারণের সরকারি আশ্বাসে পথে নামে বেসরকারি বাস। কিন্তু, তাতেও সমস্যার সমাধান হয়নি। অবিলম্বে ভাড়া না বাড়ানো হলে পথে বাস না নামানোর সিদ্ধান্তের কথা শুক্রবারই সরকারকে জানিয়ে দিয়েছে বেসরকারি বাস মালিকদের আট সংগঠন। ফলে যাত্রীদের হয়রানি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। এই পরিস্থিতিতে বাড়তি আরও ৪০০ বাস চালানোর ঘোষণা করেছে রাজ্য সরকার।

আগামী সোমবার, ১৫ জুন থেকে কলকাতা ও শহরতলীর নানা রুটে এই বাস পরিষেবা মিলবে বলে টুইটে জানিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। ৪০০টির মধ্যে ২০০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস বলে জানানো হয়েছে। এই বাসগুলি চালাবে বেসরকারি সংস্থা, যারা মূলত সেক্টর ফাইভে অ্যাপ নির্ভর বাস পরিষেবা দিয়ে থাকে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উদ্বৃত্ত বাসও কাজে লাগানো হবে। এসি বাসে ভাড়া ন্যূনতম ভাড়া ২০ টাকা এবং বেসরকারি নন-এসি বাসের ভাড়া ন্যূনতম ভাড়া ১২ টাকা হবে বলে জানা গিয়েছে। রাজ্য পরিবহণ নিগম জানিয়েছে এই বাস পরিষেবা মিলবে হাওড়া স্টেশন-ধর্মতলা-বি বি দি বাগ-সেক্টর ফাইভ রুটে। বাস মিলবে গড়িয়া, বেহালা, বারাসত, ব্যারাকপুরেও।

বাসগুলোতে ভিড় হচ্ছে। সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছেনা। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা কয়েকগুণ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টুইটে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, ‘আমার অনুরোধ বাসে ভিড় করবেন না। বেসরকারি সংস্থাগুলো যতটা সম্ভব কর্মীদের আসা-যাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করুন। কর্মীরা আসতে দেরি করলে আমরাও লাল কালী দিচ্ছি না। প্রয়োজন ছাড়া বাইরে বরবেন না। মাস্ক পড়ুন-সুস্থ থাকুন।’

বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি তুলেছে বেসরকারি বাস মালিকদের সংগঠন। ভাড়া নির্ধারণে কমিটি গঠন করেছে রাজ্য। কিন্তু, এখনও ভাড় নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আর এতেই ক্ষুব্ধ বেসরকারি বাস মালিকদের সংগঠন। অবিলম্বে ভাড়া না বাড়ালে তাদের পক্ষে পথে বাস চালানো সম্ভব নয় বলে শুক্রবারই রাজ্য পরিবহণ নিগমকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube