“যদি কেউ মরতে চায়, তাকে বাঁচানো সম্ভব নয়”, সিএএ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য যোগীর

নিউজটাইম ওয়েবডেস্ক : নাগরিকত্ব আইনের  বিরোধিতায় উত্তাল গোটা দেশ। এই প্রসঙ্গে একের পর এক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন তিনি। এদিন ফের আরও একবার সিএএ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  তাঁর কথায়, যদি কেউ মরতে চায়, তাকে বাঁচানো সম্ভব নয়। নাগরিকত্ব আইন নিয়ে গত ডিসেম্বর থেকেই হিংসা ছড়িয়ে পড়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়। এবার সেবিষয়ে সরব হলেন যোগী ।    

উত্তরপ্রদেশের বিধানসভা থেকে যোগী আদিত্যনাথ জানান, সিএএ-এর প্রতিবাদে নেমে গত ডিসেম্বরে ২০ জনের মৃত্যু হয়েছে। তবে তাঁরা কেউই পুলিশের গুলিতে নিহত হননি বলে এদিন দাবি করেন তিনি। কিন্তু অন্যদিকে বিজনোরে পুলিশের গুলিতেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয়েছে পুলিশের তরফে।

তবে এখানেই শেষ না করে আদিত্যনাথ এদিন আরও বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন আমি সব সময়েই সমর্থন করি। কিন্তু আইন-শৃঙ্খলা হাতে তুলে নেওয়া কখনোই উচিত না। আর তা হলে তার ফল ভালো হবে না। যারা যে ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই বোঝাব। আমাদের এবার ভেবে দেখার সময় এসেছে যে আমরা জিন্নার দেখানো পথে চলব নাকি গান্ধীর দেখানো পথে।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube