
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোযনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কতখানি পাওয়া যাবে, তা নিয়েই উদ্বিগ্ন সাধারণ মানুষ। ফলে মুদি দোকানের সামগ্রী থেকে শুরু করে রান্নার গ্যাস সমস্ত কিছুই মজুত রাখতে শুরু করেছেন দেশের একাংশ নাগরিক। আর ঠিক সেকারনেই একাধিক জিনিস নিয়ে শুরু হয়েছে কালোবাজারি। আর তার প্রভাব থেকে মুক্তি পায়নি রান্নার সিলিন্ডারও। সেই কালোবাজারি রুখতেই এবার গ্য়াস সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রে নয়া নিয়ম চালু করা হল।
এই নয়া নিয়ম অনুযায়ী, সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রে ১৫ দিনের ব্যবধান থাকা আবশ্যক। অর্থাৎ একটি সিলিন্ডার বুকিং হওয়ার পর ১৫ দিন পার না হলে দ্বিতীয় সিলিন্ডারটি বুক করা যাবেনা। অপ্রয়োজনীয় গ্য়াস বুকিং ও কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে। তবে এর ফলে দেশবাসীকে কোন সমস্যার সম্মুখীন হতে হবেনা বলেই জানিয়েছে ইন্ডিয়ান অয়েলের প্রেসিডেন্ট সঞ্জীব সিং। দেশবাসীকে আশ্বাস দিয়ে এদিন তিনি বলেন, “দেশে রান্নার গ্যাসের কোনও অভাব নেই। সব রকমের পেট্রোলিয়াম পণ্যের সরবরাহই ঠিকঠাক রয়েছে। এলপিজি গ্রাহকরা চিন্তামুক্ত থাকতে পারেন। আপনাদের প্রয়েজন মতো গ্যাস আপনারা পেয়ে যাবেন।” একইসাথে তিনি সকলকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন। তাঁর কথায়, ১৫ দিন না হলে যেহেতু গ্রাহকেরা দ্বিতীয় গ্যাসটি বুক করতে পারবেননা, তাই ষথেচ্ছভাবে গ্যাস সিলিন্ডার বুক ও কালোবাজারি অনেকাংশেই রোধ করা সম্ভব হবে।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023