
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
অরিজিৎ ‘সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান।’ গতকাল কলকাতার অ্যাকোয়াটিকায় অরিজিতের গানের অনুষ্ঠান হওয়ার পর থেকেই নেটিজেনরা এই কথাই বলছেন। বাংলার ছেলে অরিজিতের ব্যপ্তি আকাশ ছাড়িয়েছে। ‘গায়ক’ অরিজিতের পাশাপাশি ‘মানুষ’ অরিজিতেও মুগ্ধ ভক্তরা। তাঁদের বক্তব্য অরিজিৎ সিং সম্মান দেন, তাই সম্মান ফেরত পান। গতকাল মঞ্চে দাঁড়িয়ে সকলের সামনে সেই প্রমাণও দিলেন গায়ক। কাল কলকাতায় শুধু যে নিজের গান গাইলেন তাই-ই নয়। গানে গানে শ্রদ্ধাজ্ঞাপন করলেন যেন। শ্রদ্ধা জানালেন মান্না দে থেকে শুরু করে আর ডি বর্মন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন শিল্পীদের গান শোনালেন। কখনও আবার রূপম ইসলামকে ‘আমার রকস্টার’ বলে সম্বোধিত করলেন। শুধু ভালোবাসা নিতে নয়, দিতেও এলেন অরিজিৎ। মঞ্চে থেকে ভুললেন না পরিচালক রাজ চক্রবর্তীকে। সেই ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘বোঝে না, সে বোঝে না’ সিনেমা। সেই সিনেমায় টাইটেল সং অর্থাৎ ‘বোঝে না, সে বোঝে না’ গানটি গেয়েছিলেন অরিজিৎ। শুধু গেয়েছিলেন তাই-ই নয়, গানটিতে অরিজিতকে দেখা গিয়েছিল সিনেমার পর্দায়। সেই স্মৃতিচারণ করেছিলেন তিনি গতকাল। মঞ্চে উঠে এই গানটি গাওয়ার আগেই অরিজিৎ, কনসার্টে উপস্থিত রাজ চক্রবর্তীকে নিয়ে বলেন, ‘অনেকদিন আগের কথা মনে পড়ে যাচ্ছে। রাজ চক্রবর্তী, রাজ দা এখানে বসে আছে। এই লোকটা প্রথম ভেবেছিল আমি ভিডিওতে মুখ দেখাতে পারি। আমি নিজে জন্মে কোনওদিন ভাবিনি। আমি করিও না ভিডিও। তবে ওই ভদ্রলোকের মনে হয়েছিল ভিডিওতে আমার থাকা উচিৎ।’ এই কথাগুলো শুনে যে রাজ খুশি হয়েছেন, সেই প্রমাণ দিয়েছে তাঁর হাসি।অরিজিতের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেন রাজ চক্রবর্তী।সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। অরিজিৎ সিং’র গানের পাশাপাশি, তাঁর ব্যক্তিত্বের আবেশে এখনও মুগ্ধ কলকাতাবাসী।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023