ময়নায় অপহরণ করে খুন বিজেপি বুথ সভাপতি

ময়না বিধানসভার বাকচা অঞ্চলের ২৩৪ নম্বর বুথের বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া কে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে বিজয়কৃষ্ণকে তৃণমূলের হার্মাদরা তুলে নিয়ে যাওয়ার পর নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ ।

ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকবৃন্দ যখন তাঁকে উদ্ধারের চেষ্টা করছিল সেইসময় তৃণমূল সমর্থকরা আবার সঞ্জয় তাঁতিকে তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ।

গভীর রাতে সঞ্জয়কে পাওয়া গিযেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হচ্ছে তারা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি বিজেপির। মৃত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃতদেহ তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে।

রাজ্যে সরকার পরিবর্তনের আগে ময়নার প্রত্যন্ত এলাকা ভগবানপুর লাগোয়া বাকচা অঞ্চল সিপিএমের দখলে ছিল বলেই জানা যাচ্ছে । এখানকার অধিকাংশ মানুষ তখন সিপিএমকে সমর্থক ছিলেন । পরে রাজ্যে পালাবদলের সময়েই সেইসব কর্মী সমার্থক সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেয়।

কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে এলাকার মানুষজন তৃণমূলকে ছেড়ে ধীরে ধীরে বিজেপি ঘেঁসা হয়ে পড়ে। বাকচা অঞ্চলে গত কয়েক বছরে বিজেপির শক্তি বৃদ্ধি হতে থাকে। সেই সময় থেকেই এই ক্ষমতা দখলের লড়াই ঘিরে এলাকা মাঝে মাঝেই উত্তপ্ত হতে থাকে। গত বিধানসভা ভোটের আগে থেকে এই এলাকা বিজেপির হাতে চলে যায়।

তারপর থেকেই তৃণমূল কংগ্রেস ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা চালাতে থাকে। এলাকায় ক্ষমতা বৃদ্ধির জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিভিন্ন নেতা কর্মীকে মারধর হুমকি এবং বিভিন্নভাবে কেস দেওয়ার ঘটনা ঘটে। তণমূল নেতৃত্ব মাঝে মাঝেই বিজেপি নেতৃত্বের উপরে সরাসরি চড়াও হয়েছে বলে বিজেপির অভিযোগ। বিজেপির অভিযোগ পুলিশকে সঙ্গে নিয়েই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিজেপি নেতৃত্বকে দলে টানার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া চালাচ্ছে। এই ক্ষমতা দখলের থেকেই বাকচা অঞ্চলে বোমাবাজি গন্ডগোল লেগে আছে। গতকালও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে চড়াও হয় তৃণমূলের নেতৃত্ব কর্মীরা। বিজয় কৃষ্ণ ও তার পরিবারের লোকজনকে মারধর করে বিজয় কৃষ্ণ কে আপন করে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube