
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের। এই খবর সামনে আসার পর থেকেই হতবাক বি-টাউন তথা গোটা ভারতবর্ষ, সুশান্তের ফ্ল্যাট থেকে মেলেনি কোনও সুইসাইড নোট। রবিবার সুশান্তের দেহের ময়নাতদন্ত করা হয় জুহুর কুপার হাসাপতালে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে সুশান্তের মৃত্যুর কারণ ‘হ্যাংগিং’, খবর এনডিটিভি সূত্রে। অর্থাৎ ঝুলে পড়বার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতা।
গত ছয়মাস ধরেই নাকি মাসনিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। তাঁর ফ্ল্যাট থেকে নাকি বেশ কিছু মেডিক্যাল রিপোর্ট উদ্ধার করেছে পুলিশ। সুশান্তের করোনা পরীক্ষাও করা হয়,সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। সুশান্তের দেহের প্রাথমিক ময়নাতদন্ত হলেও এখন পূর্ন হয়নি প্রক্রিয়া,সেই কারণে দেহ পরিবারের হাতে তুলে দিতে এখনও সময় লাগবে। জানা গিয়েছে বেশ কিছু নমুনা পাঠানো হয়েছে কালিনা ফরেনসিক ল্যাবে। তাঁর শরীরেরর কোনও অঙ্গে বিষ রয়েছে কিনা তা পরীক্ষা করা হবে। রবিবার কুপার হাসপাতালের মর্গেই রাখা ছিল সুশান্তের দেহ। আজ,মুম্বইতে সুশান্তের শেষকৃত্যু সম্পন্ন হবে। ইতিমধ্যেই পাটনা থেকে মুম্বই পৌঁছেছেন তাঁর পরিবারের সদস্যরা। মাত্র ৩৪ বছর বয়সেই শেষ হয়ে গেল এক প্রতিভাবান অভিনেতার রুপোলি সফর! পাটনা থেক মায়ানগরী মুম্বইতে আসা এক আউটসাইডার যে নিজের চেষ্টায় সুশান্ত সিং রাজপুত হয়ে উঠেছিল-অকালেই খসে পড়ল সেই তারা। পরিবারের ছোট ছেলে সুশান্ত,তাঁর চার দিদি রয়েছে। সুশান্তের আত্মহত্যার তত্ত্ব মানতে না-রাজ তাঁর পরিবার। তাঁর মামা আরপি সিংয়ের অভিযোগ, ‘এটা আত্মহত্যা নয়, এটা ঠান্ডা মাথায় করা খুন। আমি চাই গোটা বিষয়ের পূর্ণ তদন্ত হোক। সুশান্ত আত্মহত্যা করতে পারে না’। সুশান্তের জামাইবাবু ওপি সিং,যিনি হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল তিনিও সুশান্তের মৃত্যুর মধ্যে অস্বাভাবিকতা খুঁজে পেয়েছেন এবং বিষয়টির পূর্ণ তদন্ত দাবি করেছেন,খবর আইএএনএস সূত্রে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022