ম্যাক্সির এনগেজমেন্ট!

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের জামাই হয়ে ভারতীয় পোশাক গায়ে থাকবেনা তা কি হয় !

রীতিমতো কুর্তা গায়ে চাপিয়ে বান্ধবী ভিনি রমণের সঙ্গে শনিবার মেলবোর্নে ‘ভারতীয় এনগেজমেন্ট’ সারলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। মাসখানেক আগে বাগদান পর্ব  সারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর বাগদানের খবর দুনিয়াকে জানিয়েছিলেন তিনি।

পাত্রী অস্ট্রেলিয়ার মেলবোর্নেরই বাসিন্দা ভিনি পেশায় ফার্মাসিস্ট, এবং এনগেজমেন্টের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন।

“গত রাতে আমাদের ভারতীয় মতে এনগেজমেন্ট হয়, এবং আমি ম্যাক্সওয়েল কে আমাদের বিয়েটা কেমন হবে, তার একটা ছোট্ট টিজার দিই। আমাদের দুই পারিবারের যেসব সদস্য এবং বন্ধুবান্ধব খুব অল্প সময়ের নোটিসে আমাদের আনন্দের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদেরকে ধন্যবাদ – আমাদের চারপাশে এত অসামান্য সব মানুষ রয়েছেন, আমরা খুব কৃতজ্ঞ,” ইন্সটাগ্রাম পোস্টে লেখেন ভিনি। “নিজের সৌভাগ্যকে এখনও বিশ্বাস করতে পারছি না, যে আমার জীবনে ম্যাক্সওয়েল এবং আমার  পরিবারের ‌যারা  রয়েছে, তারা আমাকে এত সাদরে গ্রহণ করেছে।”

গ্লেন এবং ভিনির আলাপ হয় ২০১৭ সালে, এবং ২০১৯-এর অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডস-এর অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। সেখানেই শুরু হয় প্রেম কাহিনীর

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube