মৌমাছির উপদ্রবে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী

নিউজটাইম ওয়েবডেস্ক : মশা মাছির উপদ্রব? সে তো স্বাভাবিক কিন্তু এ একদম মৌমাছির  আর খোদ পরীক্ষা হলে ।।

ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ কৈলাসচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠে৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির গাছের মৌমাছির চাক ভেঙে বিপদ হয়। আচমকাই ছড়িয়ে পরে মৌমাছির দল৷ জানা গিয়েছে, তাহেরপুর উচ্চ বিদ্যালয় এবং মারাইকুড়া ইন্দ্রমোহন স্কুলের পরীক্ষার্থীদের সিট পরেছিল। আচমকাই  স্কুলের ১২ এবং ১৮ নাম্বার কক্ষে মৌমাছিদের হানা শুরু হয়। ছাত্রীদের মধ্যে শোরগোল পড়ে ‌যায়। ঘটনা আহত হয় ৩জন ছাত্রী সহ মোট ৭জন।

এরমধ্যে মারাইকুড়ার ইন্দ্রমোহন স্কুলের তিনজন পরীক্ষার্থী, একজন শিক্ষক এবং একজন দারোয়ান আহত হয়েছে। পাশাপাশি   মৌমাছির কামরে গুরুতর আহত অবস্থায় উত্তম দাস নামে এক সিভিক ভলেন্টিয়ারকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রীদের চিকিৎসার জন্য দ্রুত এগিয়ে আসে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিমের চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসার পরে প্রত্যেক আহত পরীক্ষার্থীরা নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছে বলে জানাগিয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube