মোদী সরকারের বিরুদ্ধে সরব ইমরান

নিউজটাইম ওয়েবডেস্ক : মোদী সরকারের বিরুদ্ধতায় পাকিস্থান ইমরাণ আমলের প্রথম থেকেই বেশ সরব। এখনও প‌র্যন্ত একটি সু‌যোগও ছাড়েননি পাকিস্থানের প্রধান মন্ত্রী। দিল্লি হিংসার বিরুদ্ধতার চালচিত্রে তিনি বারংবার আঘাত হেনেছেন নমো সরকারের ভারতীয় মুসলিমদের প্রতি হতে থাকা অত্যাচারের প্রতি উদাসিনতার ওপর।

এদিন তিনি ইরাণের প্রধান আয়াতোল্লা আলি খোম্মেয়িনি ও তুরষ্কের রাষ্ট্র প্রধান রিসেপ তায়েপ এর্দোগানকে ট্যুইটের মাধ্যমে বাহবা দেন দিল্লির হিংসার বিরুদ্ধে কথা বলার জন্য। তার সাথে তিনি ‌যারা এখনও এ বিষয়ে কোনো রকম মন্তব্য করা থেকে বিরত থাকছেন তাদেরকেও কটাক্ষ করেন।

মোদী সরকার জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই এ বিষয়ে সরব হয়েছেন ইমরান। এই আইন প্রত্যাহারের পর থেকেই পাকিস্থান ও ভারতের মধ্যে বহুদিন থেকে চলতে থাকা অশান্তি একেবারে সামনে এসে পড়েছে।    

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube