মোদীর নিন্দা, হটস্টারে ব্লক মার্কিন কমেডিয়ানের জনপ্রিয় শো

নিউজটাইম ওয়েবডেস্ক : বহুদিন থেকেই চলছে নাহরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জী আইন  নিয়ে মতবিরোধ। বর্তমানে এই এগুলি ‌যেন সারা বিশ্বে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‌এমনকি এই সিএএ ও এনআরসি-এর বিরোধীতায় জ্বলছে রাজধানী থেকে শুরু করে গোটা দেশ। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে আসার অগে থেকেই উত্তর-পূর্ব দিল্লিজুড়ে সৃষ্টি হয়েছিল রণক্ষেত্র। এখনও পুরোপুরি শান্ত হয়নি সেই পরিস্থিতি। তারই মধ্যে এবার মোদী বিরোধী প্রসঙ্গ উত্থাপন করে এবার রোষের মুখে পড়ল জন অলিভারের কমেডি শো ‘দ্য লাস্ট উইক টুনাইট উইদ জন লিভার’।

চলতি সপ্তাহে ‘দ্য লাস্ট উইক টুনাইট উইদ জন লিভার’-এর প্রসঙ্গ ছিল‘ভারত’। সেখানে অবশ্য মেন ফোকা‌শে ছিল ট্রাম্পের ভারত সফর। সেইমতো এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের দু’দিনের ভারত সফর নিয়ে ‌যেমন জন অলিভার প্রশ্ন করেন, ঠিক তেমনই সংশোধিত নাগরিকত্ব আইনের  বিরোধিতায় রাজধানীতে ‌যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে সেই বিষয়টিও উত্থাপন করেন অনুষ্ঠানে। ‘দ্য লাস্ট উইক টুনাইট’-এর  এই পর্বে কথার ছলে মোদী সরকারকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। ‌যার জেরে হটস্টার থেকে তুলে নেওয়া হল অলিভারের কমেডি শোয়ের  ওই পর্বটি।

উল্লেখ্য, চততি বছর ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে সকাল ৬টায় ওই নতুন পর্বের মুক্তি পাওয়ার কথা ছিল হটস্টারে। কিন্তু ওয়েব চ্যানেলে এখনও সেই পর্ব নির্মাতাদের তরফে ছাড়া হয়নি। রাজনৈতিক প্রসঙ্গ থাকায় এই এই পর্ব মুক্তি পায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube