
নিউজটাইম ওয়েবডেস্ক : তাঁর গানের কারনে যতনা তিনি শিরোনামে থেকেছেন তারচেয়ে অনেক বেশি বিতর্কিত মন্তব্যের জেরে এসেছেন। এবারও তার অন্যথা হয়নি। নেটিজেনদের ফোকাসে আসতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর পোস্ট করলেন জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো ‘সারেগামাপা’-এর অন্যতম অংশগ্রহনকারী মঈনুল আহসান নোবেল। কিন্তু রাষ্ট্রপ্রধানকে নিয়ে বিরূপ মন্তব্য কারর জেরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তারপর শেষমেষ নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চান তিনি।
শনিবার ফেসবুকে একটি পোস্টে মোদীকে ‘চাওয়ালা’ বলে কটাক্ষ করে নোবেল লেখেন, “স্ক্যান্ডাল আমার হবে না তো কার হবে। চায়ের দোকানদার নরেন্দ্র মোদির? কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল? অন্যদিকে আমাকে নগ্ন দেখার জন্য তো বিরাট স্যাটিসফেকশন। তাই না? নাহলে কি স্ক্যান্ডার এত ভাইরাল হয়?” এরপর থেকেই তাঁর বিরুদ্ধে বিতর্কের ঝড় উঠতে শুরু করে নেট দুনিয়ায়। ভারতীয়দের পাশাপাশি স্বদেশিদের রোষের মুখেও পড়েন তিনি। অই পোস্টের নিন্দায় সরব হতে দেখা যায় পুলিশের সিটিটিসির (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) এডিসি নাজমুল ইসলামকে। তাঁর কথায়, “নোবেলম্যান! আপনার পেজের প্রচুর পোস্ট দেখলাম। দেশের মানুষ আপনাকে ভালবাসে। আপনার থেকে অনেককিছু শিক্ষা নিতে চায়। একজন সাইবার কপ হিসেবে আমি আশা করি, আপনি সাইবার নীতি মেনেই পোস্ট করবেন এবং একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরিচয় দেবেন।”

Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023