
নিউজটাইম ওয়েবডেস্ক : মেয়ের শ্লীলতাহানি করছিল ৩ যুবক, প্রতিবাদ করায় বাবাকে চরম মারধর, শেষ পর্যন্ত হল মৃত্যু।মৃতের পরিবারের অভিযোগ, রবিবার দশম শ্রেণীর ছাত্রী যখন সাইকেল নিয়ে টিউশন পড়ে ফিরছিল সেই সময় তিন যুবক পথ আটকে তার শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার করে কোনরকমে সেখান থেকে পালিয়ে বাবা কে ডাকলে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তার বাবা গণেশ মণ্ডল।
অভিযোগ, তারপরই তাকে মাঠের দিকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ওই তিনজন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শ্যামপুরের একটি গ্রামীণ হাসপাতাল পরে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।ঘটনার পরই শ্যামপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের। গ্রেপ্তার একজন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023