
নিউজটাইম ওয়েবডেস্ক : চোখের সামনে মেয়ের শ্লীলতাহানি দেখতে পারেননি মা। মেয়েকে বাঁচাতে গিয়েই খুন হতে হল হাওড়ার বাগনানের ওই মহিলাকে। এই ঘটনায় বুধবার তৃণমূল কংগ্রেসের এই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য কুশ বেরা। পুলিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বাগনানের খাদিনান মোড়ের কাছে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল নেতার অবিলম্বে গ্রেফতারি নিয়ে তুমুল বিক্ষোভ দেখান সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সৌমিত্র খাঁ। এর পরই অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে পুলিশ। ঠিক কী ঘটে? সূত্রের খবর, মঙ্গলবার রাতে বাড়ির ছাদে বসেছিলেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগ, বেশি রাতে বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে আসে কুশ বেরা ও আরও একজন। তাঁরা ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। প্রাণ ও সম্ভ্রম বাঁচাতে চিৎকার শুরু করেন তরুণী। মেয়ের চিৎকারে দ্রুত ছাদে উঠে আসেন তাঁর মা। অভিযোগ তখনই ওই দুষ্কৃতীরা মাকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে ছুটে পালায়। বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে যান মা। মাথায় একাধিকও আঘাতও লাগে তাঁর। পুলিশ জানায় ঘটনার পর তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাঁকে উলুবেরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। বুধবার সকালেই তাঁর মৃত্যু হয়। এর পরই কুশ বেরার বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ দেখাতে শুরু করেন স্থানীয়রা। সেই প্রতিবাদে এসে নিজেদের সমর্থন জানান লকেট-সৌমিত্র খাঁ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022