
।। সন্দীপ সুর ।।
মেসি জ্বরে আক্রান্ত গোটা আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম বার ঘরের মাঠে খেলতে নামছে লিওনেল স্কালোনির দল। শুক্রবার পানামা ম্যাচের জন্য টিকিটের হাহাকার। লিও এখন নীল সাদার হ্যামলিনের বাঁশিওয়ালা। যেখানেই যাচ্ছেন তাঁকে ঘিরে ধরছো ভক্তরা। মঙ্গলবার রাতে নিজের জন্মভূমি রোজারিওতে স্বপরিবারে একটি রেস্তোরায় নৈশভোজ করতে যান আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু খবর চাউর হতেই রেস্তোরার সামনে জমায়েত হন মেসি ভক্তরা। পরিস্থিতি এমন হয় নৈশভোজ না করেই ফিরে যান মেসি। যে ম্যাচ নিয়ে এত উম্মদনা সেই পানামা ন্যাচ ফিফা স্বীকৃতি পাওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে। নিয়ন বর্হিভূত ফুটবলার কোচ বদল করেছে পানামা। ফলে বিপক্ষের সমস্যায় মেসিদের এই ম্যাচ ফিকার স্বীকৃতি নাও পেতে পারে। কিন্তু আর্জেন্টিনা ভক্তরা মেসি শো দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।
Latest posts by news_time (see all)
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023