
।। সন্দীপ সুর ।।
পিএসজির সঙ্গে কী চুক্তি নবীকরণ করবেন লিও মেসি ? জল্পনার পারদ বাড়ছে। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন টুইস্ট। পিএসজি টিম ম্যানেজমেন্টই নাকি মেসির সঙ্গে দ্বিতীয় দফার চুক্তির বিষয়ে সন্ধিহান । প্যারিসের দলটির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আর্জেন্টাইন অধিনায়ক টাকার অঙ্ক বাড়াতে চান। একইসঙ্গে বেশচুক্তি শর্তও জুড়ে দিয়েছেন। এই মুহুর্তে পিএসজি আবর্তিত হচ্ছে এমবাপেকে কেন্দ্র করে । দলে কার্যত নাম্বার টু মেসি। নতুন চুক্তিতে টাকার অঙ্ক বাড়ানোর সঙ্গে সঙ্গে দলে নিজের গুরুত্বও বাড়াতেও চাইছেন। নতুন শর্ত নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছেন এলএমটেনের এজেন্ট তথা পিতা জর্জ মেসি। কিন্তু এখনও সমাধান সূত্র অধরাই। শেষ পর্যন্ত মেসি কবিতার শহরেই থাকবেন নাকি নতুন বন্দরে তরী ভেরাবেন ? নাটক এখনও বাকি আছে।
Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023