মেসি নোটবন্দি ? পিএসজিতে কি থাকছেন ম্যাজিশিয়ান ?

নিউজটাইম ওয়েবডেস্ক : আর্জেন্টিনার মুদ্রাতে এবার মেসির ছবি ? জল্পনা তুঙ্গে। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে মেসি বাহিনী। এলএমটেনের কীর্তিকে স্মরণীয় করে রাখতে চাইছে সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।তাই আর্জেন্টিনার নোটে মেসির ছবি ছাপানোর চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে। তবে গোটা বিষয়টি হতে পারে সাম্মানিক। মেসির সামগ্রিক অর্জনকে ফ্রেমে বেঁধে রাখতে চাইছে আর্জেন্টিনা সরকার। , ১৯৭৮ সালে যেবার আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতেছিল সেবারও কেন্দ্রীয় ব্যাঙ্ক এভাবেই উদযাপন করেছিল ।

এদিকে,  জল্পনার অবসান। আগামী ২ মরশুম পর্যন্ত পিএসজির হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি। ৩৫ বছরের তারকা ফুটবলারের প্যারিসের দল ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল। ফরাসি মিডিয়ার খবর অনুযায়ী, এরই মধ্যে নাকি উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়ে গিয়েছে। বিশ্বকাপ জয়ী তারকা নাকি চূড়ান্ত সম্মতিও দিয়ে দিয়েছেন। ২০২১ সালে বার্সেলোনা থেকে ২ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। তাঁর চুক্তির মেয়াদ ছিল চলতি মরশুম পর্যন্ত। তবে কবিতার শহরে আরও কিছুদিন ফুটবল শো দেখাবেন ম্যাজিশিয়ান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube