
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
বিশ্বকাপের ফাইনালের পর আবারও এমবাপেকে হারালেন মেসি। এবার ফিফার বর্ষসেরার লড়াইয়ে। ২০২২ সালে বিশ্বের সেরা ফুটবলারের লড়াইয়ে ছিলেন ৩ ফুটবলার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি, বিশ্বকাপে সোনার বুট জয়ী এমবাপে এবং ফরাসি স্ট্রাইকার বেঞ্জিমা। টান টান লড়াইয়ের যবনিকা পতন হল মঙ্গলবার রাতে। ফিফা সভাপতি ইনফ্যানতিনো বিজয়ীর নাম ঘোষণা করলেন। ৪ ভোটের লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শেষ হাসি হাসলেন এলএমটেনই। ৮ পয়েন্টের ব্যবধানেই বাজিমাত লিও-র। ৫২ পয়েন্ট পেয়েছেন মেসি, ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এমবাপে। ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেঞ্জিমা। আবারও দ্য বেস্ট মেসির। এর আগে ছয়বার এই খেতাব জিতেছেন নীল সাদার রাজপুত্র। তবে এবারের পুরষ্কারটা অবশ্যই স্পেশাল মেসির কাছে। কারণ স্বপ্ন ছোঁয়ার তৃপ্তিও মিশে আছে সপ্তম বর্ষসেরার খেতাবে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023