
নিউজটাইম ওয়েবডেস্ক : তামাম দুনিয়ার জুয়াড়িদের চিন্তায় মেসির দুরন্ত ফর্ম ও আজেন্টিনার লাক ফ্যাক্টার। রবিবারের বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে জুয়াড়িদের দফতরে ভিড় জমাচ্ছেন মানুষ। বেশিরভাগ টাকা লাগাচ্ছেন আর্জেন্টিনার জয়ে। সঙ্গে সোনার বুটের বেটিং-এ কোটি কোটি টাকা জমা পড়ছে মেসির নামের পাশে। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে জুয়াড়িদের।
গোল করে মেসি আর্জেন্টিনাকে জিতিয়ে দিলে প্রচুর ক্ষতির সামনে পড়তে হবে জুয়াড়িদের। ইংল্যান্ডের এক বৈধ বেটিং সংস্থা জানিয়েছে আর্জেন্টিনায় কাপ ও মেসির হাতে সোনার বুটের ট্রফি গেলে তাদের কমবেশি পাঁচ কোটি ২০ লক্ষ টাকা ক্ষতির সামনে পড়তে হবে। তাই তারা চাইছেন কাপ জিতুক ফ্রান্স। সোনার বুট জিতুন এমবাপে।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023