
নিউজটাইম ওয়েবডেস্ক : মেসির সৌজন্যে রাতারাতি হিট কাতারী আলখাল্লা। বিশ্বকাপ ট্রফি তোলার আগের মুহুর্তে আর্জেন্টিনা অধিনায়ককে পড়ানো হয় কাতারের ঐতিহ্যের পোশাক। অনামী এই পোশাকই রীতিমতো ফ্যাশানের নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। দোহার আল সালেম স্টোরেরও যেন লটারি প্রাপ্তি হয়েছে মেসির বিশ্বকাপ জয়ের সৌজন্যে।
বিশেষ এই আলখাল্লা পোশাক বিক্রিও রাতারাতি দ্বিগুণ হয়ে গিয়েছে। আগে গড়ে ৫০টি এই পোশাক বিক্রি হত, বিশ্বকাপ ফাইনালের পর গড়ে বিক্রি ১৫০-ছুঁয়েছে। সাপ্লাই দিতে রীতিমতো হিমসিম খাচ্ছেন প্রস্তুতকারকরা। মেসি শুধু বল পায়েই ম্যাজিক করেন না, ফ্যাশান ট্রেন্ডেও ঝড় তোলেন। অধরা বিশ্বকাপ ছুঁয়েছেন এলএমটেন,আর তিনি যা ছুঁচ্ছেন সেটাই যেন সোনা হচ্ছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023