
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজকের দিন আপনার খুব একটা ভালো নাও কাটতে পারে। আজ কোনও কারণে রাগ জমতে পারে। আজ আত্মবিশ্বাস কমবে।
বৃষ: আজ যেকোনও কাজ করার উৎসাহ পাবেন। কর্মক্ষেত্রে নজরকারা কাজ করবেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে আজ। কোনও প্রভাবশালী মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। মিথুন: আজ মিথুন রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। আজ ব্যবসা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে আপনার কথা বলার ক্ষমতা জটিলতার সমাধান করবে। কর্কট: আজ কর্কট রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। যারা চাকরি খুঁজছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন।আজ কোনও নতুন পরিকল্পনা করতে পারেন। সিংহ: আজ কোনও কারণে বিরক্ত হবেন।প্রেমের সম্পর্কে যারা আছেন, তাঁরা অযথা ঝগড়া এড়িয়ে চলুন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। কন্যা: আজ আপনার মনে শান্তি থাকবে। ব্যবসায় পসার বাড়বে।সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটান আজ। বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। তুলা: আজ তুলা রাশিতে চন্দ্রের আশীর্বাদ উপস্থিত থাকবে। আজ আপনার জ্ঞান আপনাকে জটিল কোনও সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বৃশ্চিক: আজ চন্দ্র আপনার রাশিতে শুভ দৃষ্টি দেবে। আজ কোনও আধ্যাত্মিক স্থানে যেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যা কেটে যাবে। ধনু: আজ চন্দ্র আপনার রাশিতে অশুভ প্রভাব ফেলবে। আজ কোন রকম বিবাদে জড়াবেন না। আজ ষড়যন্ত্রের শিকার হবেন। মকর: আজ আপনি খুবই আনন্দে থাকবেন। আজ কর্মক্ষেত্রে কোনও বদল আসতে পারে। আজ সঙ্গীকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কুম্ভ: আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। আজ ব্যবসায় সহযোগীর সঙ্গে সমস্যা হতে পারে। আজ দাম্পত্য আশীর্বাদ মনে হতে পারে। মীন: আজ আপনার রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। পুরনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নতুন করে দেখা দিতে পারে। আজ কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবন ভালো কাটবে।Latest posts by news_time (see all)
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023