
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: পারিবারিক অশান্তি মিটে যাবে আজ। কাছের মানুষদের সাথে যোগাযোগ বাড়বে। জীবন নিয়ে আনন্দ পাবেন আজ।
বৃষ: লক্ষ্য অনুযায়ী কাজ এগোবে আজ। মনে রাখার ক্ষমতা বাড়বে আজ। পরিবারের প্রতি যত্ন নেবেন আজ। মিথুন: অর্থনৈতিক বিষয়ে সচেতনতা বাড়বে। প্রয়োজনীয় কাজে গতি বাড়বে। কাছের কোনও বন্ধুর সমর্থন পাবেন। ঝগড়া বা ঝামেলায় যাবেন না। কর্কট: অর্থনৈতিক ক্ষেত্র ভালো থাকবে। সহকর্মী এবং বন্ধুদের সমর্থন পাবেন আজ। লোন সংক্রান্ত লেনদেন আজ না করলেই ভালো। সিংহ: আজ সকলের মনে ছাপ ফেলবেন।সামনে এগিয়ে যেতে ভয় পাবেন না। পরিবারের সমর্থন পাবেন। কন্যা: আজ ধর্মীয় ক্ষেত্রে আগ্রহ বাড়বে। গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। সহকর্মীদের সাথে ভালো সময় কাটবে। তুলা: আজ অন্যদের সম্মান করুন। সঙ্গীর সাথে পারষ্পরিক সম্মান রক্ষা করে চলুন। বৃশ্চিক: প্রয়োজনীয় কাজ আজই সম্পন্ন করুন।যেকোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। ধনু: নিয়মকানুন কঠোরভাবে মেনে চলুন। কর্মক্ষেত্রে ভালো ফল হবে আজ। মকর: আজ সাফল্যের ভাগ বেশি থাকবে জীবনে। বন্ধুদের সাথে মনে রাখার মতো সময় কাটাবেন। কুম্ভ: পরিবারের মানুষদের সাথে আনন্দে দিন কাটাবেন আজ। বিভিন্ন বিষয়ে আপনার মনোযোগ বাড়বে। মীন: আজ আপনার নম্রতায় সবাই মুগ্ধ হবে। ক্লান্তি কাটান আজ। অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলুন।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023