
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আপনার পরিশ্রম গতি পাবে আজ। জীবনের সব ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজ সকলের বিশ্বাস অর্জন করতে পারবেন।
বৃষ: আজ নিজের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি নেবেন না। আজ গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করুন। কর্মক্ষেত্রে ধৈর্য্য রাখুন। আজ নিজের সব দ্বায়িত্ব পালন করতে সক্ষম হবেন। মিথুন: আজ বোঝাপড়ার মধ্যে দিয়ে জীবন এগিয়ে নিয়ে যাবেন। আজ নিজের লক্ষ্যে স্থির থাকুন।নেতৃত্ব দেওয়ার দক্ষতা আজ আপনাকে কর্মক্ষেত্রে ভালো স্থান দেবে। বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন। কর্কট: আজ নিজের কাজ ঠিক ভাবে শেষ করুন। কর্মক্ষেত্রে নিজের জন্যও কিছুটা সময় তুলে রাখুন। আজ ধার করা থেকে বিরত থাকুন। আজ নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন। সিংহ: আজ সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলুন। আজ গুরুত্বপূর্ণ কাজে গতি বাড়ান। আজ সুযোগের সঠিক ব্যবহার করুন। আজ কোনও কাজ ফেলে রাখবেন না। কন্যা: আজ পারিবারিক বিষয়ে সময় দিন। আজ নতুন কোনও গবেষনায় যুক্ত হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার মনোযোগ থাকবে আজ। তুলা: আজ কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন। আনন্দ সংবাদ পেতে পারেন। আজ মানসিক ওঠাপড়া হতে পারে।সামাজিক কাজে গতি বাড়বে। বৃশ্চিক: আজ আপনি ন্যয়ায়-নীতি নিয়ে চিন্তিত থাকবেন। আজ কোনও মিটিং’এ যোগ দিতে পারেন। পরিবারের দিকে নজর রাখুন। আজ নতুন কোনও কিছু করতে পারেন। ধনু: আজ সকলকে সম্মান করে চলুন। আজ কথোপকথনে সমস্যা হতে পারে। বিবাহ জীবনে আনন্দ বজায় থাকবে। বন্ধুদের থেকে সহযোগীতা পাবেন। মকর: কর্মজগতে যোগাযোগ বাড়বে। আজ নিয়ম মেনে চলবেন। অপরিচিত ব্যক্তি হইতে সাবধান থাকবেন আজ। আজ জেদি মানুষদের এড়িয়ে চলুন। কুম্ভ: আজ আপনার ব্যক্তিগত জীবনে আনন্দ বজায় থাকবে। আজ বন্ধুদের সমর্থন পাবেন।আজ লাভ পেতে পারেন। আত্মবিশ্বাস বজায় রাখুন আজ। মীন: আজ সময় মেনে চলুন। বাজেটের বাইরে খরচ করবেন না। জীবনে সমতা বজায় রাখুন। জটিলতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023