
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজকে সাধারণ দিন কাটবে আপনার। নিজের উপর বিশ্বাস রাখুন আজ।স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বাড়ান। পরিবারের পরামর্শ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন।
বৃষ: আজ কর্মক্ষেত্রে-ব্যাবসায় উন্নতি হবে। সম্পর্কে নিবিড়তা বাড়বে। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আজ গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন। আজ জমি সংক্রান্ত কোনও সমস্যার রফা হবে। মিথুন: আজ লোন নেওয়া থেকে বিরত থাকুন। আজ কর্মক্ষেত্রে গতি বাড়বে। আজ কথা বলার সমর সচেতন থাকুন। খরচের দময় বাজেট মাথায় রাখুন। কর্কট: আজ ভালোবাসার অনুভূতি বাড়বে। যেকোনও প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে। গুরুজনদের প্রতি সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন। সিংহ: আজ যেকোনও পরিস্থিতিতে আবেগ দেখাবেন না। আজ কর্মক্ষেত্রে কাজের মান উন্নয়নের চেষ্টা করবেন। চাকুরিজীবিদের জন্য ভালো দিন। কন্যা: আজ কোনও গুরুত্বপুর্ণ তথ্য পাবেন। সম্পর্ক নিবিড় হবে। জীবনযাত্রায় পরিবর্তন আসবে। আজ যেকোনও ইন্টারভিউ’তে কথার জোরে ভালো ফল করবেন। তুলা: আজ পরিবারে অনুষ্ঠানের আবহ থাকবে। খুশির আবহ বজায় থাকবে। সম্পর্কগুলির মধ্যে ভালোবাসা বাড়বে। বৃশ্চিক: সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। আজ কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। আজ ঘরে-বাইরে আপনার দ্বায়িত্ববোধের জন্য প্রশংসা। ধনু: আজ কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আজ বুদ্ধির জোরে কাজ শেষ করবেন।আজ আপনার শুভাকাঙ্ক্ষীদের চিনে নিন। মকর: আজ চাকরিতে ব্যবসায় ভালো দিন। কাজে উন্নতি হবে। আজ কোনও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে হতে পারে। কুম্ভ: আজ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন।আজ সকলের বিশ্বাস অর্জন করবেন। গুরুজনদের পরামর্শ আজ জীবনে প্রয়োগ করে সফল হবেন। মীন: আজ প্রোমোশন পেতে পারেন। চকুরজীবিদের ভালো দিন কাটবে।লম্বা ভ্রমনের প্ল্যান করতে পারেন। আজ আয় বাড়বে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023