
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ আপনার নিজেকে ভাগ্যবান মনে হবে। বাড়িতে আনন্দের পরিবেশ আপনার মন ভালো করে দেবে। আজ কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।কর্মক্ষেত্রে ভালো সময় কাটবে।আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন।
বৃষ: আজ নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করতে বসতে পারেন। আজ নিজের লক্ষ্যে স্থির থাকবেন।শিল্পকলায় আপনার আগ্রহ বাড়বে। সিনেমা দেখার প্ল্যান করতে পারেন আজ।আজ নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকবেন। আজ আপনার প্রতিপক্ষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। মিথুন: আজ আপনার চারপাশে মিশ্র পরিবেশ থাকবে। আজ অন্য মানুষের কাছ থেকে খুব বেশি কিছু আশা করবেন না। আজ আপনি নিজেকে অন্যভাবে চিনতে পারবেন। আজ আত্মবিশ্বাস বাড়বে আপনার। যেকোনও পরিস্থিতির সঙ্গে যুঝতে তৈরি থাকুন। কর্কট: আজ আপনার চারপাশের মানুষদের খুব একটা পছন্দ হবে না।আপনাকে দেওয়া সমস্ত কাজ আজ তাড়াতাড়ি শেষ করবেন। আজ দায়িত্ব কে দায়ভার মনে হবে। আজ কাজের গতি কমবে। আজ বড়দের কথা শুনে সব সিদ্ধান্ত নেবেন। সিংহ: আজ আপনার জন্য সদর্থক দিন হতে চলেছে। আজ আত্মবিশ্বাস বাড়বে। আজ কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারেন। আগত ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখুন। আজ নিজের যোগাযোগ বাড়বে কর্মক্ষেত্রে। কন্যা: আজ আপনার রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। আজ কর্মক্ষেত্রে ধৈর্য্য রাখুন। আজ আপনার চারপাশের মানুষদের সঙ্গে নম্রতা বজায় রাখুন। কথা বলার ক্ষমতা আপনাকে নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। আজ কর্মক্ষেত্রে অলস হয়ে পড়বেন। তুলা: আজ আপনার রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। বাড়ির বাইরে কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কর্মক্ষেত্রে প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করবেন। আজ শান্ত থাকুন, চিন্তামুক্ত থাকুন। আজ কর্মসংক্রান্ত বাড়তি চাপের সম্মুখীন হতে পারেন। বৃশ্চিক: আজ আপনি নিজেকে নিয়ে অখুশি হবেন। আজ অপ্রয়োজনীয় কাজে নিজের জমানো অর্থ খরচ করবেন। আজ আপনার ধৈর্য্য নিয়ন্ত্রণ করুন। ভালোবাসার মানুষেরা আজ জীবনসঙ্গী খুঁজে পাবেন। আজ ভাই বোনেদের থেকে আনন্দ সংবাদ পাবে। ধনু: আজ আপনি আপনার ঘরোয়া জীবন উপভোগ করবেন। আজ নিজের কাজ সম্পন্ন করুন শান্তিপূর্ণভাবে। আজ কোনও নতুন চাকরি পেতে পারেন। আজ নিজের বাড়ি নতুন করে সাজাতে পারেন। চাকরি খুঁজছেন যারা তারা নতুন চাকরি পেতে পারেন। মকর: আজ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন। আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা করবেন। আজ চারপাশের মানুষদের সম্মুখীন হতে সংকোচবোধ করতে পারেন। আজ আপনার অন্তরের অন্দরে শান্তি অনুভব করবেন।আজ সমস্ত নিয়ম মেনে চলুন। কুম্ভ: আজ কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব নিয়ে সন্তুষ্ট হবেন। আজ কোনও ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে পারেন। আজ আপনার ধর্মগুরু আপনাকে জীবনের সঠিক পথে নিয়ে যেতে পারে। আজ শান্তির খোঁজ করবেন।আজ আপনার লক্ষ্যে স্থির থাকবেন। মীন: আজ আপনার বিষন্ন লাগতে পারে। আজ যেকোনোও কাজ করার আগে দু বার ভাববেন। আজ কর্মক্ষেত্রে গভীরে পড়াশোনা করতে হতে পারে। আজ যেকোনও খারাপ বিষয় থেকে নিজের আশক্তি কাটাবেন। আজ অর্থাগম হবে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023