মেষ থেকে মীন, আগামী দু থেকে তিন দিনে জীবনে বড় বদল

নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কোনও সদর্থক বদল আসতে পারে জীবনে।কোনও গুরুত্বপূর্ন তথ্য পেতে পারেন। সামাজিকভাবে সমৃদ্ধ হবেন আজ।

বৃষ: আজ আয় বাড়বে। আজ সমাজে সকলের নজরে থাকবেন।আজ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন। আজ অপ্রত্যাশিত খ্যতি পেয়ে আনন্দ পাবেন।

মিথুন: আজ খরচ বাড়বে। বিদেশে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ কর্মক্ষেত্রে নিজেকে প্রমান করতে হতে পারে। জীবনধারন থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন আজ।

কর্কট: আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বড় কোনও বদল আসতে পারে। অযথা চিন্তা না করে, কর্মে মনঃসংযোগ করুন। চাপ বাড়বে, তবে শান্ত থাকুন।

সিংহ: জীবনের যেকোনও সমস্যার সঙ্গে লড়ার জন্য প্রস্তুত হন। জীবনযাত্রা থেকে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন।খরচ করুন বুঝে। সামনে অর্থ খরচের সম্ভাবনা আছে।

কন্যা: আজ সঙ্গীর থেকে চমক পেতে পারেন। পুরনো চিন্তাভাবনায় বদল আসতে পারে। আজ সঙ্গীর সঙ্গে গভীরে কথোপকথন করুন।

তুলা: আজ জীবনের প্রতি সদর্থক চিন্তাভাবনা রাখুন। আজ কর্মক্ষেত্রে নতুন কোনও পথ বাতলে দিয়ে প্রশংসা পাবেন। আজ নিজের লক্ষ্য স্থির রাখুন সকল কাজে।

বৃশ্চিক: আজ সম্পর্কে ভালো সময় কাটবে। আজ সঙ্গী ও বন্ধুদের সঙ্গে ভালো দিন কাটবে। কাছাকাছি কোথাও ভ্রমনের পরিকল্পনা করতে পারেন। আজ লজ্জ্বা কাটিয়ে জয় করার দিন।

ধনু: আজ কোনও কথোপকথন এড়িয়ে যাবেন না।কর্মক্ষেত্রে আপনার সততার প্রশংসা পাবেন।জীবনের উন্নতির জন্য নতুন কোনও পরিকল্পনা করতে পারেন।

মকর: আজ আপনার প্রেমের সম্পর্ককে পরিণতি দেওয়ার চেষ্টা করবেন। যারা সিঙ্গেল, তাঁরা জীবনসঙ্গী খুঁজে পাবেন। আজ অন্যদের খুশি করতে যাবেন না।

 কুম্ভ: আজ সঙ্গীর মন বদল হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আপনার ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখবে আজ।

মীন: আজ সম্পর্কের সমস্যা নিয়ে সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলুন। সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন। বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন আজ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube