
নিউজটাইম ওয়েবডেস্ক : চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বাঁচাতে এবং বেসরকারিকরণ রুখতে একটি পদযাত্রার আয়োজন করা হয়।রূপনারায়ণপুর এবং চিত্তরঞ্জন পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় অংশ নেন সমাজকর্মী মেধা পটকর। বেশ কয়েকটি সামাজিক সংগঠনও এই পদযাত্রায় সামিল হন।
‘নফরত ছোড়ো, সংবিধান বাঁচাও’ স্লোগান তুলে একত্রিত হন সকলে। পরিকল্পনা মতো পদযাত্রাও শুরু হয়। তবে মাঝপথেই বাধার সম্মুখীন হলেন তাঁরা।সমাজ কর্মীদের পদযাত্রা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার সামনে পৌঁছালে সেখানে ব্যারিকেডে আটকে দেওয়া হয় তাঁদের।রেল পুলিশের ব্যারিকেড ঠেলাঠেলি করলে সাময়িক উত্তেজনা তৈরি হয়।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023