
নিউজটাইম ওয়েবডেস্ক : রায়গঞ্জ মেডিকেল কলেজের পরিদর্শন করতে এসে হাসপাতালের অব্যবস্থা দেখে উষ্মা প্রকাশ করলেন হু এর প্রতিনিধি।শনিবার রায়গঞ্জ মেডিকেলে মূলত যক্ষা বিভাগে চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা ।তবে রায়গঞ্জ মেডিকেলের যক্ষা রোগের চিকিৎসার জন্য যে ব্যবস্থা থাকার প্রয়োজন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যে হু এর প্রতিনিধি অভিজিৎ দে।
তিনি বলেন,রায়গঞ্জ মেডিকেলে যক্ষা চিকিৎসার জন্য যে ভেটিলেশন ব্যবস্থার প্রয়োজন তা নেই এবং যক্ষা রোগীদের জন্য আলাদা শৌচালয়ের দরকার তার ব্যবস্থা নেই তার ফলে আলাদা রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে এবং তা কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ও তিনি বর্ণনা করেন।এছাড়া হাসপাতালের পরিষ্কার পরিছন্ন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অভিজিৎ দে।তবে তিনি সব বিষয়টিই মেডিকেলের সুপারকে জানাবেন বলে জানান।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023