
নিউজটাইম ওয়েবডেস্ক : হোস্টেলে অব্যবস্থা অভিযোগ তুলে আন্দোলনে মেডিকেল পড়ুয়ারা। রাতেই মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও মেডিক্যাল সুপারের পদত্যাগ। নদীয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের ঘটনা। সকাল থেকেই মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে ডাক্তারি পড়ুয়ারা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হোস্টেলে চূড়ান্ত ব্যবস্থা। পানীয় জল থেকে শুরু করে হোস্টেল বিল্ডিং খারাপ অবস্থা। বারবার জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
অভিযোগ গতকাল রাতে হোস্টেল চত্বরে এক ছাত্রকে সাপে কামড়ায়। এরপর তাকে হাসপাতালেই চিকিৎসা করানো হয়। রাতেই হাসপাতালে আসেন প্রিন্সিপাল ও মেডিক্যাল সুপার। কিন্তু গতকাল রাতেই প্রিন্সিপাল ও মেডিক্যাল সুপার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এর কাছে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র দেন। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ প্রিন্সিপাল ও মেডিক্যাল সুপার।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023