
নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করলেন অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন। বেশ কয়েকদিন ধরেই উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। ২০১৬ সালের ছাত্র সংসদের নির্বাচন হয়নি সেখানে। বহুবার নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়কে জানানো হলেও কোনও পদক্ষেপ করেননি তারা। এরপর আন্দোলনের পথ বেছে নেয় পড়ুয়ারা।
অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছে মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।আজ অষ্টম দিনে পড়েছে তাঁদের আন্দোলন।তাঁদের দাবি, দ্রুত ছাত্র সংসদের নির্বাচনের তারিখ জানাতে হবে। তাঁদের এই আন্দোলনের সমর্থন অপর্না সেন আজ লিখলেন, ‘শাসক দল যেভাবে কলকাতা মেডিক্যাল কলেজের নির্বাচন বন্ধ করে রেখেছে তা অগণতান্ত্রিক’। তিনি শাসক দলের সমালোচনা করে আরও লিখেছেন, ‘তৃণমূলের স্বৈরাচারিতার নিন্দা করি আমি।’Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023