
নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবারই হাওয়া অফিসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বঙ্গে বর্ষা প্রবেশ করবে। তবে ২৪ ঘন্টা অতিক্রম করতে না করতেই সেই পূর্বাভাসের জেরে কলকাতা সহ ৪ জেলায় শুরু হল বৃষ্টি। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজছে কলকাতা , হাওড়া সহ উত্তর ও দক্ষিন ২৪ পরগণা। এদিন সকাল থেকেই আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে। বুধবার রাত থেকেই পরিবর্তন হয়েছিল আবহাওয়ার।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল বুধবার থেকে উত্তরবঙ্গবাসী বর্ষার মেঘ দেখলেও দক্ষিনবঙ্গে শুক্রবারের আগে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। তবে কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস। এবার সেই কথা একেবারে মিলে গেল। শুক্রবার থেকে বর্ষা বঙ্গে প্রবেশ করলে এই বৃষ্টির পরিমাণ দক্ষিনবঙ্গে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বৃহস্পতিবার স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অস্বস্তিতে ভুগবে দক্ষিনবঙ্গের মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, উত্তরবঙ্গের দুই জেলা তথা আলিপুরদুয়ার ও কোচবিহারে ভালো বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টা এই বৃষ্টি চলবে। ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়েও। অন্যদিকে বঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিনবঙ্গে।Latest posts by news_time (see all)
- দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের - June 3, 2023
- দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও - June 3, 2023
- দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২! - June 3, 2023