
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।আজ ও আগামীকাল বৃষ্টিতে ভিজবে জেলাগুলি। এই দুই দিনই দার্জিলিং ও কালিম্পং’এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বলে জানা গিয়েছে। আগামী ৪ থেকে ৫ দিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। দিন ও রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস।
আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা শুনিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ তারিখও এই জেলাগুলিসহ পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ ও ১৮ তারিখও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১৫ তারিখের পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে বলে জানা যাচ্ছে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023