মৃত্যু কালিম্পঙের করোনা আক্রান্ত প্রৌঢ়ার, রাজ্যে মৃত বেড়ে ২

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলায়। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে দু’জনের মৃত্যু দেখা গেল। রবিবার মাঝ রাত প্রায় দু’টো নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে এই মহিলার।

তাঁর বয়স হযেছিল ৪৪ বছর। তিনি কালিম্পংয়ের বাসিন্দা। গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে ভরতি ছিলেন। মৃতার মেয়ে ও চিকিৎসকে ও হোম কোয়ারানটিনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রবিবারই রাজ্যের নতুন করে তিন জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। বাংলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমেই। এখন তা দাঁড়িয়েছে  ২১। তিনি চেন্নাইয়ে গিয়েছিলেন মেয়ের চিকিৎসার জন্য। গত ১৬ই মার্চ সেখান থেকে ফেরেন তিনি।

ফেরার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবেই তিনি চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু অসুস্থতা বাড়তে থাকে। এর পর তাঁর অত্যন্ত শ্বাসকষ্ট শুরু হলে গত ২৫ মার্চ তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের সবরকম লক্ষণই থাকায় তাঁর সোয়াভ নমুনা নাইসেডে পাঠানো হয় সেখান থেকে। তা পজিটিভ এলে তাঁকে বিশেষ আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে গেলে ও সাড়া মেলেনি।অবশেষে রবিবার রাত ২টো নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে রাজ্যের আতঙ্ক একধাপ এগিয়ে গেলো তাতে সন্দেহ নেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube