
নিউজটাইম ওয়েবডেস্ক : গুজরাত হাসপাতালে 2 বছরে 15,000 নবজাতকের মৃত্যু হয়েছে.ঠিক এমনই ভয়াবহ তথ্য মিলল ।
গুজরাতে সরকারী হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার (এসএনসি) ইউনিটে ভর্তি প্রায় .২,০০০ শিশুদের মধ্যে ২ বছরের মধ্যে ১৫,০০০ এরও বেশি মারা গিয়েছিল, এমনকি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার এই ঘটনা মেনে নিয়েছে। কংগ্রেস বিধায়কদের সরকারী হাসপাতালে মোট জন্মগ্রহণকারী শিশুদের প্রশ্নের জবাবে উপ-মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী নীতিন প্যাটেল বলেছেন, ২০১৮এবং ২০১৯ সালে রাজ্যের বড় বড় শহরগুলিতে সরকারি হাসপাতালে ১০৬০০০ শিশু জন্মগ্রহণ করেছিল। এরই মধ্যে ১৭৭৪ জন শিশুকে এসএনসি ইউনিটে ভর্তি হয়েছিল। আহমেদাবাদ থেকে মৃত্যুর সংখ্যা (৪,৩২২) সর্বাধিক বলে জানা গেছে। ভর্তি হওয়া ১২,৬৩৭জন শিশুদের মধ্যে ৩৪.২ শতাংশ মারা গেছেন। ভাদোদরায় এসএনসি ইউনিটে ভর্তি হওয়া ,৬৫৭৬ জন শিশুদের মধ্যে ২,৩৬২ শিশু মারা গেছে (৩৫.৯১ শতাংশ)। সুরত এসএনসি ইউনিটে ভর্তি হওয়া ৯৬৬৭জন শিশুদের মধ্যে মারা গেছে ১৯৮৬ জন শিশু (20.5 শতাংশ)। তবে এর প্রতিকার কি? প্যাটেল বলেছেন, চিকিৎসার সময় শিশু মৃত্যুর ঘটনা রোধে সরকার পদক্ষেপ নিচ্ছে। পদক্ষেপ হিসাবে চিকিৎসা বিশেষজ্ঞ এবং চিকিৎসা অফিসারদের নিয়োগ, এবং চিকিৎসক এবং নার্সিং কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া এইসকল পদক্ষেপ নেওয়া হয়েছে।পাশাপাশি এই ইউনিটগুলিতে পর্যাপ্ত সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের মজুত রাখা হয়েছিল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022