‘মৃণাল’ রূপে চঞ্চল, প্রকাশ্যে ফার্স্ট লুক

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।

চলতি বছরের ১৪ মে, কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী।গত বছর তাঁর জন্মদিনের আগেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তাঁকে নিয়ে ছবি করার কথা ঘোষণা করেন।সৃজিত তাঁর ফেসবুক,টুইটার হ্যান্ডেল থেকে পোস্টার শেয়ার করেন এই সিনেমার।নাম দেন ‘পদাতিক’। সাদা-কালো পোস্টারে দেখা যায় কলকাতার রাজপথে আধশোয়া অবস্থায় বসে রয়েছেন মৃণাল সেন।কিন্তু মূল চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে তা তখনও খোলসা হয়নি।

মৃণাল সেনের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে, সৃজিত তাঁর কল্পনা দিয়ে তৈরি করেছেন ‘পদাতিক দ্য ফুট সোলডার’ (Padatik The Foot Sholdier) চলচ্চিত্রের পটভূমিকা।দেখা গেল, মৃণালের চরিত্রে অভিনয় করার জন্য টলিউডের কোনও অভিনেতাকে বাছলেন না তিনি। বরং বেছে নিলেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরীকে।মৃণালের চরিত্রে তাঁকে কেমন দেখতে লাগবে, সেই লুকই প্রকাশ্যে এলো।

ছবিতে মৃণাল সেনের ছবির সঙ্গে কোলাজ করা চঞ্চল চৌধুরীর তিনটি লুক প্রকাশ্যে এসেছে। রূপটান শিল্পীর হাতযশে চঞ্চল চৌধুরী যেন জলজ্যান্ত মৃণাল হয়ে উঠেছেন।তবে শুধু চঞ্চল নয়, প্রকাশ্যে এসেছে আরও দুটি গুরুত্বপুর্ণ চরিত্রের ফার্স্ট লুক। মনামী ঘোষ’কে দেখা গিয়েছে মৃণাল পত্নী গীতা সেনের লুকে। এবং তরুণ মৃণাল সেনের ভূমিকায় দেখা গিয়েছে কোরাক সামন্তকে।  

ছবিগুলি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যম ছয়লাপ হয়েছে। ছবিমুক্তির অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছে দর্শকেরা। ইতিমধ্যেই বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন এই ছবির পোস্টার শেয়ার করে শুভেচ্ছে জানিয়েছেন, পরিচালক সহ অভিনেতাদের। সৃজিত মুখার্জী পরিচালিত ‘পদাতিক’ কতটা মন জয় করতে পারে দর্শকদের, তা ছবি মুক্তি পেলেই বোঝা যাবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube