
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
চলতি বছরের ১৪ মে, কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী।গত বছর তাঁর জন্মদিনের আগেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তাঁকে নিয়ে ছবি করার কথা ঘোষণা করেন।সৃজিত তাঁর ফেসবুক,টুইটার হ্যান্ডেল থেকে পোস্টার শেয়ার করেন এই সিনেমার।নাম দেন ‘পদাতিক’। সাদা-কালো পোস্টারে দেখা যায় কলকাতার রাজপথে আধশোয়া অবস্থায় বসে রয়েছেন মৃণাল সেন।কিন্তু মূল চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে তা তখনও খোলসা হয়নি। মৃণাল সেনের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে, সৃজিত তাঁর কল্পনা দিয়ে তৈরি করেছেন ‘পদাতিক দ্য ফুট সোলডার’ (Padatik The Foot Sholdier) চলচ্চিত্রের পটভূমিকা।দেখা গেল, মৃণালের চরিত্রে অভিনয় করার জন্য টলিউডের কোনও অভিনেতাকে বাছলেন না তিনি। বরং বেছে নিলেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরীকে।মৃণালের চরিত্রে তাঁকে কেমন দেখতে লাগবে, সেই লুকই প্রকাশ্যে এলো।
Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023