
নিউজটাইম ওয়েবডেস্ক :
আ্যসিড আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি বরাবর। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। তিনি আর কেউ নন, বলিউড বাদশাহ শাহরুখ খান। আ্যসিড আক্রান্তদের নিয়ে তৈরী কিং খানের তৈরি মীর ফাউন্ডেশন চার হাত এক করেছে সঞ্চয়িতা এবং শুভ্রর। সঞ্চয়িতার বিয়ের সেই ছবি পোস্টও করেন মীর ফাউন্ডেশন। মুখে অ্যাসিড হামলা মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। এমনটাই বার্তা দিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছপাক’। ২০১৪ সালে এক যুবক অ্যাসিড মেরেছিল সঞ্চয়িতাকে। চার বছর পর সঞ্চয়িতার অভিযুক্ত ধরা পড়ে। সম্প্রতি এই মামলার বিচার শুরুও হয়েছে। আর তারই মধ্যে বিয়ের পিঁড়িতে বসলেন সঞ্চয়িতা। দমদম নিবাসী প্রেমিক শুভ্রর সাথেই বিয়েটা সারলেন তিনি। তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সকলেই, টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান স্বয়ং। অ্যাসিড অ্যাটাকে সঞ্চয়িতার নষ্ট হয়ে গেছে একটি চোখ। মুখে হয়েছে সাতটি অস্ত্রোপ্রচার।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022