মুম্বাইয়ে ৩-৪ জনই বাকি অভিনেতার ভবিষ্যৎ নির্ধারণ করেন, মুখ খুললেন বলিউড তারকা গোবিন্দা

নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মুম্বাইয়ের ফিল্মি দুনিয়ার স্বজন পোষনের বিভিন্ন গল্প বেশ ট্রেন্ডিং নেট দুনিয়ায়। এমনকি বিভিন্ন নতুন ও পুরোনো তারকারাও মুখ খুলছেন একে একে। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে সিমি গাড়েওয়াল, নাম না করেই তাঁদের ওপর সমানে ‌যে নিপীড়ন চলে এসেছে কোনো একটি বলি পরিবারের সন্তান না হওয়ার জন্য তা বলছেন।

এবার মুখ খুললেন নব্বই দশকের সুপারস্টার গোবিন্দাও। তিনি বলেছেন, তাঁর বাবা মা নির্মলা দেবি ও অরুণ কুমার রাজা দুজনেই অভিনেতা হওয়া সত্বেও বিভিন্ন সময়ে নানান বাধার সম্মুখীন হতে হয়েছে তাকেও। কুলি নম্বর ওয়ানের তারকা তাঁর বক্তব্যে জানান, বহু নির্দেশক তাঁর পরিবার সম্পর্কে অবগত ছিলেন না। তাঁকেও বহু ঘন্টা অপেক্ষা করতে হত শুধু একবার কথা বলার জন্যেই। গোবিন্দা স্বীকার করেন ‌যে, হিন্দি ফিল্ম জগতে ‘ক্যাম্প’ বা ‘গ্যাং’ এর চল আছে। এমনকি তিনি এও বলেন বলিউড এখনও প‌র্যন্ত তিন থেকে চার জন ব্যাক্তির অঙ্গুলী হেলনের মাধ্যমেই পরিচালিত হয়।

এই বিষয়ে কথা বলতে গিয়ে গোবিন্দা জানান, “আগে ‌যে সমস্ত অভিনেতা অভিনেত্রি প্রতিভাবন ছিলেন, ‌যাঁদের অভিনয় দক্ষতা ছিল তাঁরা সমাজের ‌যে স্তর থেকেই উঠে আসুক না কেন ন্যা‌য্য সু‌যোগ পেতেন। সমস্ত হলে প্রতিষ্ঠিত অভিনেতাদের সাথে সাথে সমান ভাবে তাঁদের ছবিও চলত। কিন্তু এখন পরিস্থিতি একেবারে বদলে গেছে। শুধুমাত্র গুটিকয়েক মানুষের সংস্পর্শে থাকা অভিনেতা অভিনেত্রীরাই সু‌যোগ পান। কিংবা সেই সমস্তত প্রতিষ্ঠিত সুপারস্টাররা। এই সমস্ত মানুষই সিদ্ধান্ত নেন, ‌যে নতুনদের ছবি মুক্তি পাবে না পাবেনা।”

তারকার নিজের বেশ কিছু ভালো ছবি এই দলাদলির জেরে মুক্তি পায়নি, বা মুক্তি পেলেও তার সঠিক প্রচার হয়নি। তবে তিনি তার সাথে এও জানান, বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতর পরিব‌র্যন হচ্ছে। ধীরে ধীরে আউটসাইডাররাও তাদের নিজস্ব জায়গা তৈরি করছে ইন্ডাস্ট্রিতে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube