মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে তৃণমূল নেতাদের বেআইনি গাছপাচার

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সুকমল ঘোষ ।।

ফের বেআইনি ভাবে গাছ পাচারের অভিযোগ গড়বেতায়। আবারও সেই কড়সা গ্রাম পঞ্চায়েতেই গাছ পাচারের অভিযোগ। এবার কড়সা গ্রাম পঞ্চায়েতের ছোটতাড়া গ্রামের সরকারি ফলের বাগানের জঙ্গলের গাছ কাটার অভিযোগ। কোনরকম সরকারি অনুমোদন ছাড়াই বেশ কিছু আকাশমনি গাছ কেটে পাচারের অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের সদস্য ও স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে।সেই পাচারের গাছ স্থানীয় একটি কাঠ মিলে নিয়ে গিয়ে চেরাই করা হচ্ছিল।খবর পেয়ে বনদপ্তরের অভিযান।বাজেয়াপ্ত করা হয় ৫৪ টি গাছের লগ। ঘটনায় গ্রেপ্তার মিল মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর ও পুলিশ।

উল্লেখ্য গত বছর এপ্রিল মাসে গড়বেতা ৩ নম্বর ব্লকের এই কড়সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় প্রায় দুই থেকে তিন হাজার ইউক্যালিপটাস গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।সেই খবর একমাত্র সম্প্রচার করেছিল নিউজ টাইম। আর সেই খবর সম্প্রচারের পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কড়া ব্যবস্থা  নিয়েছিল জেলা প্রশাসন।গ্রেপ্তার করা হয়েছিল কড়সা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান, সহ স্থানীয় তৃণমূল নেতাদের। যদিও তারা সবাই ছ মাসের মধ্যেই জামিনমুক্ত হয়ে যান।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার গাছ পাচারের অভিযোগ উঠল সেই এলাকাতেই। অভিযোগ উঠল ছোটতাড়া গ্রামের স্থানীয় তৃণমূল নেতা ও ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় ক্লাব এবং বুথের নেতারাই তার মিলে বেআইনিভাবে কাঠ নিয়ে এসেছিল চেরাই করার জন্য স্বীকার করেছেন মিল মালিকের ছেলে আমজাদ আলী খান।যদিও এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ভয়ে কেউ মুখ খুলতে চাননি।

স্থানীয় বিজেপি নেতা গৌতম কৌড়ি বলেন, ‘চোরকে দেওয়া হয়েছে চোরের দায়িত্বে। আবার নতুন করে ওই এলাকায় বেআইনিভাবে গাছ কাটার সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে।’পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘এই ঘটনাতে যারাই জড়িয়ে থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলবো প্রশাসনকে।’প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও আবারও কি করে গাছ পাচার হয়।কি করে আবারও প্রশাসনের নজর এড়িয়ে দিনের আলোয় গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে?

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube