
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সুজিত মণ্ডল ।।
অনুব্রত হীন বীরভূমে আজ তিন দিনের জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকালে সোনাঝুরি সরকারডাঙ্গা মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব। বোলপুর শহর জুড়ে মুখ্যমন্ত্রী যে সড়ক পথ দিয়ে কর্মসূচিতে যোগ দেবেন সেই সমস্ত রাস্তায় তৈরি করা হয়েছে বড় গেট। সেই গেটে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। ছবি রয়েছে ফিরহাদ হাকিম, জেলার দুই বিধায়ক চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরীর ছবি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে অনুব্রত মণ্ডলের ছবি কোন ফেস্টুন ব্যানার এমনকি গেটে নেই। তৃণমূল ও প্রশাসন সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রী রাঙ্গাবিতানে জেলার ৭০ জন প্রতিনিধি কে নিয়ে বৈঠক করবেন। সেখানে জেলার সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতি, শহর প্রেসিডেন্ট চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করবে পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা তৈরি করতে।নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি ও নোবেল পদক নিয়ে বিশ্বভারতী অমর্ত্য সেন সংঘাত অব্যাহত। বিশ্বভারতীর রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য বজায় রাখতে কথা বলতে পারেন বিশ্বভারতীর অধ্যাপক ও পড়ুয়াদের সাথে। ১ ফেব্রুয়ারি বোলপুরের ডাকবাংলো মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান। সেখানে ১০০ টি প্রকল্পের সূচনা ও ৮০ টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।দু’বছর পর বীরভূম জেলা সফরে মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী সফরে অনুব্রত ছবি হাওয়া। তৃণমূলের একাংশের দাবি অনুব্রত মণ্ডলের প্রভাবশালী, তকমা কাটাতেই এই কৌশল তৃণমূলের। অন্যদিকে বিরোধী সিপিএম বিজেপির দাবি স্বচ্ছ ভাব মূর্তি দলে বজায় রাখতে অনুব্রত মণ্ডল কে দল থেকে ছেঁটে ফেলতে চাইছে শাসকদল।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023