
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভঙ্কর সিনহা ।।
মুখ্যমন্ত্রীর কড়া হুশিয়ারির পরই বনধ স্থগিত করার সিদ্ধান্ত নিল বিরোধীরা। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাস হতেই পাহাড়ে প্রথমে চব্বিশ ঘন্টা অনশন ও ১২ ঘন্টার পাহাড় বনধের ডাক দিয়েছিল বিরোধীরা। মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে সফরে থাকাকালীন ওই বনধের বিষয়টি জানতেই চরম ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চরম হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বনধ করলে কড়া আইনি পদক্ষেপের নির্দেশ ও দিয়েছিলেন পুলিশ ও প্রশাসনকে। অন্যদিকে, বনধকে কোনভাবেই সমর্থন নয় বলে সাফ জানিয়ে দেয় জোট সঙ্গী জিএনএলএফও। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পরে অবশেষ বনধ স্থগিত করার সিদ্ধান্ত নেয় অজয় এডওয়ার্ড ও বিনয় তামাংরা।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023