
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভঙ্কর সিনহা ।।
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে অসুস্থ বেশ কিছু পড়ুয়া।মঙ্গলবার শিলিগুড়িতে বেনিফিশিয়ারি পড়ুয়াদের মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে সবুজ সাথী সাইকেল দেয়া হবে।তাই পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজের জন্য বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর।অভিযোগ সেই বিরিয়ানি টক,খাওয়ার অযোগ্য।বিরিয়ানি খেয়ে রীতিমত বমি করতে শুরু করে কিছু পড়ুয়া। অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বেজায় ক্ষুব্ধ। প্রসঙ্গত,শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা স্থল থেকে ১০৪০ জন বেনিফিশিয়ারি পড়ুয়াকে সবুজ সাথী সাইকেল প্রদান করবেন।তাই পড়ুয়াদের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর ১২৫০ প্যাকেট বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল।কিন্তু অভিযোগ সেই বিরিয়ানি খাওয়ার অযোগ্য পচা বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে কিছু পড়ুয়া।তৎক্ষণাৎ সমস্ত বিরিয়ানির প্যাকেট ফেলে দেওয়া হয়।বিরিয়ানির দোকানের মালিক জানান,”আমাকে সোমবার বিকেল পাঁচটার মধ্যে ১২৫০ প্যাকেট বিরিয়ানি দেওয়ার অর্ডার দিয়েছিল সেই মতো আমি অর্ডারে ডেলিভারি করেছি।এখন সেই বিরিয়ানি যদি পরের দিন দুপুরবেলা খাওয়ানো হয়।তাহলে তো খুব স্বাভাবিকভাবে সেটা নষ্ট হয়ে যাবে।আমাকে আজকে ডেলিভারি দিতে বললে এমন সমস্যা হতো না।স্কুলের শিক্ষিকা শ্বেতা চৌধুরী জানান,বিরিয়ানির প্যাকেট খুলতেই প্রচন্ড গন্ধ ছড়িয়ে যায়।সারা স্কুল জুড়ে পচা বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়েছে।বাচ্চাদের এমন পচা বিরিয়ানি দেওয়াটা একবারেই অনুচিত হয়েছে।অন্যদিকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে,কিছু ভুল বোঝাবোঝির জন্য হয়েছে।সমস্ত বিরিয়ানি ফেলে দেওয়া হয়েছে আমরা অন্য খাবারের ব্যবস্থা করেছি।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023