
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় লকডাউনের পর, কিভাবে সামলানো হবে পরিস্থিতি। সেই ভবিষ্যৎ কৌশল নিয়ে কথা বলতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেই বৈঠকেই কথা বলার সুযোগ দেওয়া হলনা পশ্চিমবঙ্গকে।
সমস্ত রাজ্যগুলিকে দুই ভাগে ভাগ করে মঙ্গল ও বুধবার এই দু’দিন, নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে সমস্ত রাজ্যকে। সেই রাজ্যের তালিকা এসে পৌঁছেছে নবান্নের হাতে, এবং সেই তালিকাতে নেই পশ্চিমবঙ্গের নাম। এর ফলে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।তার পরিবর্তে কোনো সরকারি আধিকারিক যোগ দেবেন বৈঠকে। সমস্ত রাজনৈতিক স্তরেই এখন প্রশ্ন উঠেছে রাজ্যে করোনা পরিস্থিতি অত্যন্ত গুরুতর হওয়া সত্বেও কেন কথা বলার সুযোগ দেওয়া হচ্ছেনা রাজ্যকে। এতে কি তবে রাজনৈতিক হিংসার আঁচ রয়েছে? এই বিষয়ে যদিও সরকারি সূত্র বলছে প্রত্যেক মুখ্যমন্ত্রীই কোনো না কোনো বার বৈঠকে কথা বলার সুযোগ পেয়েছেন। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে এটি ষষ্ঠতম বৈঠক মুখ্যমন্ত্রীদের সাথে । এমনকি যে সমস্ত মন্ত্রীরা বৈঠকে কথা বলতে পারেন না, তাদের পরে চিঠিতে নিজেদের বক্তব্য পেশ করার জন্যও উৎসাহিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কর্নাটকে সংক্রমণের হার এখনও উর্ধ্বমুখী। তাই এই বৈঠকে এই রাজ্যগুলির বক্তব্য প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই রাজ্যগুলি থেকেই সর্বাধিক পরিযায়ী শ্রমিক ফিরেছে তাদের নিজেদের রাজ্যে। এবং সর্বাধিক পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরিয়েছে বিহার, উত্তরপ্রদেশ। সংক্রমণ, অর্থনীতি ও আরও নানান গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022