
নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে সোজা কপ্টারে করে বাংলার মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে বসিরহাটের উদ্দেশ্য়ে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমফানের জেরে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা এদিন পরিদর্শন করলেন খোদ প্রধানমন্ত্রী। এদিন তাঁর সাথে একই কপ্টারে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনকরকে। অপর একটি কপ্টারে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান সহ আরও বেশ কয়েকজন।
আমফানের জেরে ব্যপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাজ্যের বহু এলাকা। তা খতিয়ে দেখতেই এদিন আকাশপথে নজরদারি চালানো হয়। আমফানের তান্ডব দৃশ্য দেখার পর বর্তমানে বসিহাট কলেজে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্ষয়ক্ষতি নিয়েই এদিন প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দেবেন মমতা। তবে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেবিষয়ে এখুনি কিছু বলা যাচ্ছেনা। শুক্রবার সকালে ১১ টার দিকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাজ্যের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে যাবতীয় বিবরণ দেন মুখ্য়মন্ত্রী। একইসাথে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের প্রায় ৬০ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্থ। যা জাতীয় বিপর্যয়ের সমান। বন্ধ রয়েছে ফোন ও ইন্টারনেট পরিষেবা। বহু জায়গায় বিদ্যুত পরিষেবাও বন্ধ রয়েছে।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023