মুখ্যমন্ত্রীকে লাথি মেরে গরাদে ভরার নিদান বিজেপি বিধায়কের

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজনীতিতে কূকথার পরম্পরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে গারাদে ভরা হবে বলে হুমকি দিলেন বিজেপি বিধায়ক।  পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে ভয় না পেয়ে চ্যালা কাঠ দিয়ে পেটানোর নিদান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের ।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে গাইঘাটা বিডিও অফিসে ডেপুটেশনে এসে আবার বিস্ফোরক বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তিনি বক্তব্য রাখতে গিয়ে বিডিওকে আক্রমণ করে বলেন দলদাস বিডিও । তৃণমূল কংগ্রেসকে ভয় না পেতে অনুরোধ করে বিজেপি কর্মী সমর্থকদের তাদের বলেন, যদি কোন তৃণমূল নেতা আপনাদের ধমকাতে আসেন তাহলে চ্যালা কাঠ ধরবেন।

তিনি আরও বলেন, আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় যে দড়ি রেখে দিয়েছেন সেই দড়ি তার ভাইপো ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে পড়ানো হবে । আগে যাকে দড়ি পড়াবেন বলতেন এখন তার হাত ধরছেন, আগামীতে তার পা ধরবে। এর পরই তার হুংকার, পা ধরেও কোন লাভ হবে না,ওই পা দিয়ে মমতাকে লাথি মেরে গারদে ভাড়া হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube